কলেজছাত্রী ঘাতকদের শাস্তি দাবিতে মানববন্ধন

কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী হাসিনা আকতারের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছেন কক্সবাজারের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় বেসরকারি একটি সংগঠন ইয়ুথ হাঙ্গার বাংলাদেশের কর্মীরাও মানববন্ধনে অংশ নেন।
গতকাল রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আরফান উদ্দিন, বেলাল উদ্দিন, সোনালী চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, মেহেদির দাগ না শুকাতেই মেধাবী ছাত্রী হাসিনাকে খুন করে যৌতুকলোভী স্বামী ইয়াছিন আরাফাতসহ শ্বশুরালয়ের লোকজন।
মানববন্ধন থেকে ঘাতক স্বামী ইয়াসিন আরাফাতসহ খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাঁরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।