চান্দিনায় এক ইউপিতে আ.লীগের প্রতিদ্বন্দ্বী নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/19/photo-1461052009.jpg)
কুমিল্লার চান্দিনা উপজেলার একটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ৭ মে চতুর্থ ধাপে ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে।
জানা গেছে, বাড়েরা ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম। এ ইউনিয়নে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এ ছাড়া ইউপি সদস্যপদে মো. তাজুল ইসলাম মিয়াজী, মো. সেলিম ও মোবারক হোসেন ভূঁইয়ারও কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
বাড়েরা ইউনিয়নে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চারজনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হলেন বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. জালাল উদ্দিন কালা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. বেলাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব ও মো. তৈয়ব আলী।
এ ছাড়া কেরনখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শাসছুল আলম, বাতাঘাসিতে স্বতন্ত্র প্রার্থী বাশার উল্লাহ, গল্লাইয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন ও কমিউনিস্ট পার্টির খলিলুর রহমান চেয়ারম্যান প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে, চান্দিনা ইউনিয়ন নির্বাচনে মোট আট চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যপ্রার্থী এবং সংরক্ষিত আসনে মোট ২৮ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।