কুষ্টিয়ায় আ. লীগের ১৮ নেতা বহিষ্কার
কুষ্টিয়ায় কুমারখালী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আসন্ন চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
আজ বুধবার দুপুর ১২টায় কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান তাঁর নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান।
বহিষ্কার হওয়া নেতারা হলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ হোসেন জাফর, মো. জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মজিদ, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লা, যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হুরমত আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী হিরো, পৌর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোর্শেদ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাহাবুব আলম বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল ইসলাম রফিক, মো. রাশেদুজ্জামান তুষার, মো. রবিউল আওয়াল, পৌর যুবলীগের আহ্বায়ক তুহিন শেখ, যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম আজিজ, বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মকবুল হোসেন, যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. কামরুজ্জামান সাবু ও বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান লিখিত বক্তব্যে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ওই ১৮ জনকে বহিষ্কার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নব কুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।