নীলফামারীতে শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
নীলফামারীর ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডির শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মিনতি রানী, ইয়াসমিন বেগম, ছামিনা বেগম, জাকির হোসেন, রাহেনা বেগম ও শৈব্বা রানী শ্রমিক প্রতিনিধি হিসেবে জয়ী হয়েছেন। উৎসবমুখর পরিবেশে ফ্যাক্টরির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ৫৬২ ভোটারের মধ্যে ৫২৫ জন ভোট দিয়েছেন।
নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহীর সহকারী পরিচালক আবদুল লতিল সরকার, ফ্যাক্টরি ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ বিন আবদুস সালাম, সাংবাদিক নুর আলম, মোশাররফ হোসেন এবং বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েকজন প্রতিনিধি।
পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তা আবুল বাসার খান। ছিলেন একজন করে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার এবং ছয়জন পোলিং অফিসার।
নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনীয়াপাড়ায় ২০১২ সালের মে মাসে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি যাত্রা শুরু করে। ফ্যাক্টরির উৎপাদিত ক্ষুদ্র ও কুটিরশিল্পের বাহারি পণ্য ইউরোপের ২৯টি দেশে রপ্তানি হচ্ছে।