চান্দিনায় এলডিপির মহাসচিব
কেন্দ্র দখল করতে চাইলে আ.লীগকে সমীচীন জবাব দেওয়া হবে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/22/photo-1461343126.jpg)
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসি ইউনিয়নে আজ শুক্রবার এক নির্বাচনী প্রচারণার সমাবেশে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বক্তব্য দেন। ছবি : এনটিভি
আসন্ন চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করতে চাইলে তাদের সমীচীন জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রেদোয়ান আহমেদ।
আজ শুক্রবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসি ইউনিয়নে এক নির্বাচনী প্রচারণার সমাবেশে এলডিপির মহাসচিব এ মন্তব্য করেন।
রেদোয়ান আহমেদ বলেন, ‘ধানের শীষ শহীদ জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ বেগম খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ ২০ দলীয় ঐক্য জোটের মার্কা।’
বিএনপির কুমিল্লা উত্তরের সভাপতি মো. খোরশেদ আলমকে উদ্দেশ করে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি দলের সিদ্ধান্ত অমান্য করে বাতাঘাসি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী দিয়েছেন, আসুন আমরা সব ভুলে দলমত নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিয়ে ২০ দলীয় প্রার্থীকে জয়ী করি।’