চান্দিনায় আট বিদ্রোহী প্রার্থীকে আ. লীগ থেকে বহিষ্কার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/24/photo-1461439621.jpg)
ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনে কুমিল্লার চান্দিনায় আট বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
শনিবার দুপুরে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আট চেয়ারম্যান পদপ্রার্থীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদবি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানানো হয়। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বকসী জানান, বহিষ্কারাদেশের চিঠি বহিষ্কৃত আট প্রার্থীর কাছে পাঠানো হয়েছে।
বহিষ্কৃত আট চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, বাতাঘাসি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. এমদাদুল হক ভূঁইয়া, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আবুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. অহিদুল্লাহ, এ কে এম রুহুল আমিন ও মো. রফিজ উদ্দিন, মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আবদুল মান্নান ডিলার ও শুহিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আবুল কাশেম ভূঁইয়া।