কুড়িগ্রামে ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে যাত্রাপুর ইউনিয়নের সহ্স্রাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চতুর্থ দফায় যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। এই সময়ের মধ্যে একটি বিশেষ মহল ২ নম্বর চরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থানান্তর করে যাত্রাপুর সমাজকল্যাণ অফিসে নেয়। পরিবর্তিত কেন্দ্রটি একজন চেয়ারম্যান প্রার্থীর বাড়ির উঠানসংলগ্ন হওয়ায় সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোটাররা। এ অবস্থায় আগের কেন্দ্রে ২ নম্বর চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণের দাবি জানান তাঁরা। এ ছাড়া অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যাত্রাপুর ইউনিয়নের ১, ৫, ৬, ৭ ও ৮ নম্বর ভোটকেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক র্যাব ও বিজিবি মোতায়েনের দাবিও জানান তাঁরা।
পরে বক্তারা জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।