খোকসায় জয়ী প্রার্থীর বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী আবদুস সাত্তার মোল্লার সমর্থকদের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে আমবাড়িয়া ইউনিয়নের জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরজাহান বেগম এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নূরজাহান বেগম বলেন, ‘গত তৃতীয় দফার নির্বাচনে খোকসার আমবাড়িয়া ইউনিয়নে তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার মোল্লার সমর্থকরা তাঁর লোকজনদের ওপর হামলা, মামলা, ভয়ভীতি দেখানো, অপহরণ করাসহ ভোটকেন্দ্র দখল, জাল ভোট দিয়েছে। জয়ী হয়ে এখন তাঁরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে তাঁর সমর্থকদের নানাভাবে হয়রানি করছে। বেশ কয়েকজনের ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দিচ্ছে না। রাতে দল বেঁধে বাড়িতে বাড়িতে হামলা ও লুটপাট করছে। এসব বিষয় নিয়ে অদৃশ্য কারণে প্রশাসন নির্বিকার রয়েছে।’ এসবের প্রতিকার চেয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় নূরজাহান ছাড়াও উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন।