দাবি আদায়ে নাটোর চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
মজুরি স্কেল বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে নাটোর চিনিকলের শ্রমিকরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
আজ বুধবার সকালে নাটোর চিনিকলের প্রধান গেটে অবস্থান নিয়ে নিজেদের দাবির পক্ষে বিক্ষোভ শুরু করেন শ্রমিক-কর্মচারীরা।
এ সময় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর চিনিকল সিবিএর সভাপতি মোহম্মদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ অন্য নেতারা।
১০ মাস আগে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলেও এখন পর্যন্ত মজুরি স্কেল বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা। অবিলম্বে মজুরি স্কেল ঘোষণা করে সর্বনিম্ন মজুরি আট হাজার ৭৫০ টাকা নির্ধারণসহ ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা। আর এ দাবি না মেনে নেওয়া হলে ভবিষ্যতে জোরালো আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক-কর্মচারীরা।