সাবেক সাংসদ আব্দুল কুদ্দুসের মৃত্যুবার্ষিকী আজ
পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ ও শিক্ষক আব্দুল কুদ্দুসের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ মার্চ শুক্রবার । ১৯৯৯ সালের এইদিনে তিনি ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন।
আব্দুল কুদ্দুসের ছেলে ও জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম রেজা জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় শহরস্থ বাসভবনে কোরানখানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে।
আব্দুল কুদ্দুস ১৯৮৮ সালে পঞ্চগড়-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৪০ সালের ২৫ ডিসেম্বর পঞ্চগড়ের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি।
শিক্ষাজীবনে আব্দুল কুদ্দুস ১৯৫৮ সালে ছাত্র ইউনিয়নে যোগ দেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে পঞ্চগড় বিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং নিজেও সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পঞ্চগড়ের বহু শিক্ষা ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি।