লেখাপড়ার খরচ জোগানোর কাজই কাল হলো কলেজছাত্রের

মেহেরপুর শহরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম রেজা (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সেলিম রেজা মেহেরপুর সদর উপজলার আমদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
আব্দুল খালেক জানান, সেলিম রেজা লেখাপড়ার খরচ জোগাতে মাঝেমধ্যে ইলেক্ট্রিক মিস্ত্রির সঙ্গে রিপিয়ারিংয়ের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, মেহেরপুর শহরের ঘোষপাড়ায় সনাতন ঘোষের বাড়িতে পানির পাম্প বসানোর কাজ করছিলেন সেলিম রেজা। কাজ করার সময় বিদ্যুৎ চলে গেলে অসাবধানবশত বৈদ্যুতিক সুইচ বন্ধ ছিল না। পানির পাম্পে কাজ করা অবস্থায় বিদ্যুৎ চলে এলে সেলিম রেজা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থালেই তাঁর মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে সেলিম রেজার লাশ নিজ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। সেলিম রেজার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নিহত সেলিম রেজার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারকে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।