স্ত্রীকে হত্যার অভিযোগে কর কর্মকর্তা গ্রেপ্তার
সাভারের বাজার রোড এলাকার একটি বাড়ি থেকে আজ শুক্রবার সকালে বৃষ্টি রানী (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বৃষ্টির স্বামী আয়কর কর্মকর্তা মঙ্গল চন্দ্র দাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
এ ঘটনায় বৃষ্টি রানীর বাবা অমল চৌধুরী সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে মঙ্গল চন্দ্র দাস তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে। তিনি এর বিচার চান।
বাড়ির মালিক রাসেল চৌধুরী বলেন, ‘আয়কর কর্মকর্তা মঙ্গল চন্দ্র স্ত্রী বৃষ্টিকে নিয়ে আমার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকত। গতকাল রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মঙ্গল তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। আজ শুক্রবার ভোরে বাড়ির লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, বৃষ্টির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।