কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/07/photo-1462604988.jpg)
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
এদিকে, মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল নিক্ষেপ করেছে বহিরাগতরা। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতটি ফাঁকা গুলি ছুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বহিরাগত লোকজন অন্তত ১৫টি ককটেল নিক্ষেপ করে।
পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১০টায় মৈশাতুয়া ইউনিয়নের আমতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে সহযোগিতা ও অনিয়মের অভিযোগে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। ম্যাজিস্ট্রেট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেন।
এদিকে, রাতে ব্যালট বাক্সে ব্যালট পেপার ভর্তি করে রাখার অভিযোগে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের যোগির হাট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোবারক হোসেনসহ চারজনকে আটক করে পুলিশ। পরে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়।