চকরিয়ায় আ. লীগ, বিদ্রোহী, বিএনপি সমান সমান

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা এসব ফলাফল ঘোষণা করেন।
পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম বাবলা। তিনি পেয়েছেন ২ হাজার ১০৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৭৭ ভোট।
কোনাখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল হক সিকদার ২ হাজার ৩৮৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোক্তার আহমদ পেয়েছেন ২ হাজার ৩৩১ ভোট।
পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল আরিফ দুলাল ৭ হাজার ৩৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী খলিল উল্লাহ চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৮২৮ ভোট।
ঢেমুশিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী নুরুল আলম জিকু ২ হাজার ৪৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রুস্তম আলী পেয়েছেন ২ হাজার ৫৫ ভোট।
বিএমচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম ৫ হাজার ২২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদিউল আলম পেয়েছেন ৪ হাজার ১১ ভোট।
বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি সদস্য খাইরুল বশর ৪ হাজার ১৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আ ন ম হেফাজ সিকদার পেয়েছেন ৪ হাজার ১১৩ ভোট।