ঢাকার দুই সিটিতে যুক্ত হচ্ছে ১৬ ইউনিয়ন
ঢাকা জেলার ১৬টি ইউনিয়ন পরিষদকে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
চুড়ান্ত অনুমোদনের জন্য এ প্রস্তাবটি আগামীকাল সোমবারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (নিকার) বৈঠকে উঠতে পারে। মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারেরর বৈঠক হওয়ার কথা আছে।
সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা জেলায় আরো ৮১টি ইউনিয়ন পরিষদ আছে। বর্তমানে এ ইউনিয়নগুলোতে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার চারপাশে লাগোয়া ১৬টি ইউনিয়নকে দুই সিটির সঙ্গে একীভূত করে এর পরিধি বাড়ানো হচ্ছে। নিকারের বৈঠকে আগামীকাল এ প্রস্তাব অনুমোদন হলে ইউনিয়নগুলো ঢাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হবে।