বিনা ভোটে আ. লীগ জয়ী হতে চাইছে

কক্সবাজারে পঞ্চম ও ষষ্ঠ ধাপের নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন করার দাবি জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল। এ সময় তিনি অভিযোগ করেন, এখানে আওয়ামী লীগ প্রার্থীদের বিনা ভোটে জয়ী করানোর পাঁয়তারা চলছে।
আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাজল এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য বলেন, পঞ্চম ধাপে আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার জন্য বিএনপি প্রার্থী আবু নোমানসহ দুইজনের মনোনয়নপত্র বাতিল করানো হয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় সকল কাগজ পত্র জমা দেওয়ার পরও রামু উপজেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জোরপূর্বক প্রার্থীদের কাগজপত্র ছিনিয়ে নেন।
লুৎফুর রহমান কাজল আরো বলেন, এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপিল করলেও এলাকার একজন সরকারদলীয় সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট থেকে বিরত থাকতে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। একইসঙ্গে বিভিন্ন ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী এবং সমর্থকদের বাড়ি বাড়ি ভয়ভীতি ও মামলা দিয়ে এলাকার ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য আরো জানান, তৃতীয় ও চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কক্সবাজারের বেশ কয়েকটি ইউনিয়নে সুন্দর, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কচ্ছপিয়া ইউপির বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবু নোমান প্রমুখ বক্তব্য দেন।
পঞ্চম ও ষষ্ঠ ধাপে কক্সবাজারের বাকি ২১টি ইউনিয়নে নির্বাচন হবে।