সিলেটে পিএইচপি কুরআনের আলো প্রতিভা অন্বেষণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/28/photo-1427552031.jpg)
পিএইচপি কুরআনের আলো প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে আটজন ও জেলাপর্যায়ে পাঁচজনকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ও স্পন্সর হিসেবে রয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি।
আজ শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র অ্যাডভোকেট সালেহ আহমদ।
পিএইচপির চেয়ারম্যান ক্বারী আবু ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আলহাজ গিয়াস উদ্দিন, মাওলানা শায়খ আবদুল হক, মাওলানা লুৎফুর রহমান ও আলহাজ আতাউর রহমান। এর আগে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজ শিশু শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
হাবীব আহমদ শিহাবের পরিচালনায় সভা শেষে ইয়েস কার্ড প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
সভায় বক্তারা বলেন, কুরআন তিলাওয়াতের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে। যারা দেশের জন্য গৌরব আর সম্মান বয়ে আনছে, তাদের যথাযথ মর্যাদা প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।