সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যু
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই। আজ বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুর রহমান ও তাঁর ভাগ্নে স্যাং এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
ওই তিনজন মুঠোফোনে জানান, মুম্বাইয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে মালা মারথা। টেলিফোনে মালা মারথা তাঁদের এই সংবাদ নিশ্চিত করেন।
প্রমোদ মানকিনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কচুন্ধরা গ্রামে। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একই সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি।