প্রমোদ মানকিনের মরদেহ দেশে আসছে কাল
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে আনা হবে।
কাল দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রীর মরদেহ বহনকারী বিমানটির বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
আজ বুধবার প্রমোদ মানকিনের মরদেহ আনতে ভারতে যাওয়ার আগে তাঁর ব্যক্তিগত সহকারী নাহিদ আহসান এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
নাহিদ আহসান বলেন, আগামীকাল দুপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিমন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। এরপর বিকেল ৫টায় নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনে। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। এ ছাড়া শ্রদ্ধা জানাবেন প্রমোদ মানকিনের সতীর্থ ও সহকর্মীরা।
আগামীকাল রাতেই প্রমোদ মানকিনের মরদেহ নিয়ে যাওয়া হবে ময়মনসিংহে। রাত সাড়ে ৮টার দিকে শহরের ভাটিকাশর গির্জায় বিশেষ প্রার্থনার জন্য রাখা হবে তাঁর মরদেহ। এরপর পরদিন সকালে হালুয়াঘাট উপজেলার কচুন্ধরা গ্রামে নিজ বাড়িতে সমাহিত করা হবে আওয়ামী লীগের এই নেতাকে।
আজ বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমোদ মানকিন। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রমোদ মানকিন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একই সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি।