টেকনাফে দুর্বৃত্তদের হামলায় আনসার কমান্ডার নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে আনসার ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক আনসার কমান্ডার নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আনসার কমান্ডারের নাম মোহাম্মদ আলী হোসেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সফিপুরে।
হামলার সময় ওই ব্যারাকে থাকা আনসার সদস্য অজিত বড়ুয়া জানান, গতকাল দিবাগত রাতে ২০-২৫ অস্ত্রধারী দুর্বৃত্ত ব্যারাকে হামলা চালায়। তিনিসহ ওই ব্যারাকে নয়জনের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় আনসার কমান্ডার আলী হোসেনের ঘর থেকে আসা শব্দে তাঁর ঘুম ভাঙে। সেখানে গেলে দুর্বৃত্তরা তাঁকে ও অন্যদের বেঁধে ফেলে। এর পর আলী হোসেনকে হত্যার পর অস্ত্র লুট করে নিয়ে যায় তারা।
অজিত বড়ুয়া আরো জানান, লুট হওয়া অস্ত্রের মধ্যে পাঁচটি চায়নিজ রাইফেল, দুটি এসএমজি, চারটি শটগান ও ৬৭০টি গুলি রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, তিনি একজন নিহত হওয়ার খবর শুনেছেন। লুট হওয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ জানান, ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে আশপাশের পাহাড়ে অভিযান শুরু করা হয়েছে।