ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি রাঙামাটি আ. লীগের
পাহাড়ের আঞ্চলিক দলগুলোর অস্ত্রধারীদের সন্ত্রাস, চাঁদাবাজি, দলীয় প্রার্থীদের হুমকি ও নির্যাতন বন্ধ না হলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।
আজ শুক্রবার বেলা ১১টায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলীয় নেতারা।
এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, হাজি কামালউদ্দীন, জ্যোতির্ময় চাকমা কেরল, অভয় প্রকাশ চাকমাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, আঞ্চলিক দলগুলোর বেপরোয়া সন্ত্রাসের কারণে নির্বাচন এক দফা পেছানো হলেও পরিস্থিতির খুব একটা উত্তরণ হয়নি বরং আরো বেপরোয়া আচরণ করছে তারা। এরই মধ্যে আওয়ামী লীগের প্রার্থীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনী কর্মীদেরও মাঠে নামতে বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অব্যাহত সন্ত্রাস ও চাঁদাবাজি চলছেই। এভাবে চললে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও অবাধ হতে পারে না।
আওয়ামী লীগ নেতারা জেলা সভাপতি দীপংকর তালুকদারের ঢাকায় অবস্থানের তথ্য জানিয়ে বলেন, তিনি এলে তাঁরা আদৌ নির্বাচনে অংশ নেবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। পরিস্থিতির কোনো উত্তরণ না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথাও বলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।