টেকনাফে ৪ সংবাদকর্মীর ওপর ইয়াবা ব্যবসায়ীদের হামলা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় চার সংবাদকর্মীর ওপর হামলা চালিয়েছেন ইয়াবা ব্যবসায়ীরা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে টেকনাফের নাজিরপাড়ায় ইয়াবা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে।
আহত সংবাদকর্মীরা হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, সময় টিভির জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল, ক্যামেরাম্যান ফরাজ ও একাত্তর টিভির ক্যামেরাম্যান বাবু দাস। আহতদের মধ্যে সুজাউদ্দিন রুবেলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
একাত্তর টিভির ক্যামেরাম্যান বাবু দাস জানান, আজ বিকেল ৫টার দিকে ইয়াবা সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য টেকনাফের নাজিরপাড়ার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ভুট্টোর বাড়িতে যান তাঁরা। এ সময় টেলিভিশনের ক্যামেরা দেখে সাংবাদিকদের ওপর চড়াও হন ইয়াবা ব্যবসায়ীরা। একপর্যায়ে তাঁরা দা-কিরিচ নিয়ে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ওপর হামলা চালান। এতে তাঁরা চারজন আহত হন।
এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, হামলার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারীদের ধরার জন্য অভিযান চলছে।