পুলিশকে সহায়তা করায় বাড়ি ভাঙচুর-লুটপাট
আসামি ধরতে পুলিশকে সহায়তা করায় আসামিপক্ষের লোকজন একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এসআই) ফারুক আলম জানান, ওই গ্রামের জাকির তালুকদারের স্ত্রী হেলেনা বেগম বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে ঋণ নেন। তবে সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় ব্র্যাক কর্তৃপক্ষ আদালতে মামলা করে। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গতকাল শনিবার রাতে আসামি হেলেনা বেগমকে পুলিশ আটক করতে গেলে তাঁর লোকজন বাধা দেয়। এ সময় ওই গ্রামের কুটি তালুকদারসহ কয়েকজন পুলিশকে সহায়তা করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামিপক্ষের লোকজন কুটি তালুকদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ও লটুপাট চালিয়ে নগদ টাকা, টেলিভিশনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় কুটি তালুকদারের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন বলে জানান এসআই ফারুক আলম।