‘র্যাব সোর্সের’ বিরুদ্ধে লিমনের মায়ের মামলা
এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কথিত সোর্স পরিচয় দানকারীসহ চারজনের নামে মামলা করেছেন র্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির রাজাপুরের শিক্ষার্থী লিমন হোসেনের মা হেনোয়ারা বেগম।
আজ রোববার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করা হয়। বিচারক রুবাইয়া আমিনা অভিযোগ গ্রহণ করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
লিমনের মা হেনোয়ারা বেগমের আইনজীবী আক্কাস সিকদার ও মানিক আচার্য জানান, ২০১১ সালের ২৩ মার্চ বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পঙ্গু হয় রাজাপুরের সাতুরিয়া গ্রামের শিক্ষার্থী লিমন হোসেন। এ ঘটনার পর থেকে র্যাবের সোর্স পরিচয়দানকারী প্রতিবেশী ইব্রাহিম হাওলাদার, তাঁর চাচাতো ভাই মো. বাদশা, মোস্তফা হাওলাদার ও শ্যালক কাঞ্চন হাওলাদার লিমনের মায়ের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।
মামলায় লিমনের মা অভিযোগ করেন, আসামিরা তাঁকে বিভিন্ন সময় বলেন, লিমন চিকিৎসাধীন অবস্থায় সরকার, র্যাব ও বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা সহায়তা পেয়েছে। সেই টাকা থেকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা না দিলে লিমন ও তাঁর পরিবারকে মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয় আসামিরা।
মামলায় আরো অভিযোগ করা হয়, দাবিকৃত টাকা না দেওয়ায় গত ৩ মে লিমনের মা হেনোয়ারা বেগমকে পিটিয়ে আহত করে আসামিরা। এ ঘটনার পর তিনি রাজাপুর থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন বলেও জানান লিমনের মা হেনোয়ারা বেগম।