তনুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে : সিআইডি
কুমিল্লার কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল—এমন আলামত পেয়েছে মামলাটির দায়িত্বপ্রাপ্ত পুলিশের অপরাধ তদন্ত শাখা সিআইডি।
সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (কুমিল্লা) ড. নাজমুল করিম খানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে। তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
ড. নাজমুল করিম খান বলেন, ‘ঢাকা ল্যাবরেটরিতে তনুর ডিএনএ টেস্ট হয়। সেখানে কাপড়চোপড় পরীক্ষা করে তিনজনের শুক্রাণু পাওয়া গেছে।’
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে সার্জেন্ট জাহিদের বাসায় তাঁর শিশুদের প্রাইভেট পড়ানোর জন্য যান তনু। সন্ধ্যায় বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করে রাত ১০টায় সেনানিবাসের অভ্যন্তরে তনুর বাসার কিছুদূরে কালভার্টের সামনে তনুর লাশ পাওয়া যায়।
তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। তনু হত্যার ৫০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।