টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ১

টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে টেকনাফের নাজিরপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, নাজিরপাড়ার একটি আবাসিক এলাকায় আজ সকালে অভিযান চালিয়ে ইজাহার নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
গত ১৩ মে, স্থানীয় ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টো ও তাঁর সহযোগীদের হামলায় ছয় সাংবাদিক আহত হন। সেদিন বিকেল ৫টার দিকে টেকনাফের নাজিরপাড়ায় ইয়াবাসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
আহত সংবাদকর্মীরা হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, ক্যামেরাম্যান শরীফ, সময় টিভির জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল, ক্যামেরাম্যান ফয়েজ, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম এবং ক্যামেরাপারসন বাবু দাস।