মেহেরপুরে বাবার আলগামন উল্টে মেয়ের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় বাবার শ্যালো ইঞ্জিনচালিত পরিবহন ‘আলগামন’ উল্টে মেয়ে বাসন্তী আক্তারের (২৩) মৃত্যু হয়েছে। এই ঘটনায় আলগামনের চালক বাবা আলামিন (৪৫) আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে গাংনীর গাড়াবাড়িয়া গ্রামে মেহেরপুর-কাথুলী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাসন্তী আক্তার গাংনীর ধলা গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সোহেল আহমেদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসন্তী তাঁর খালার বাড়ি মেহেরপুর সদর থেকে বাবার আলগামনে চড়ে বাবার বাড়ি গাংনীর ধলা গ্রামে যাচ্ছিলেন। আলগামনটি গাড়াবাড়িয়া গ্রামে পৌঁছালে চাকার ফর ভেঙে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসন্তী ও তাঁর বাবা আলামিন আহত হন। তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বাসন্তীর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।