নওগাঁয় ১৩ বিদ্রোহী প্রার্থীকে আ. লীগ থেকে বহিষ্কার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/17/photo-1463497828.jpg)
নওগাঁর মান্দায় দলীয় সিদ্ধান্তের বাইরে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ায় ১৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে দল থেকে উপজেলা আওয়ামী লীগ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত একটি পত্র দলীয় সভানেত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্তসহ আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বহিষ্কৃত প্রার্থীরা হলেন ভারশোঁ ইউপির বর্তমান চেয়ারম্যান শারিকুল ইসলাম, গণেশপুর ইউপিতে মকলেছুর রহমান ও খলিলুর রহমান, মৈনমে ইয়াছিন আলী রাজা ও আনিছুর রহমান, প্রসাদপুরে নুরুল ইসলাম মোল্লা, কুসুম্বায় নাজিম উদ্দিন মণ্ডল, নুরুল্লাবাদে মকবুল হোসেন, কালিকাপুরে মহসীন আলী প্রামাণিক, কাঁশোপাড়ায় আব্দুস সালাম, কশবে আব্দুল গফুর মণ্ডল এবং বিষ্ণুপুর ইউনিয়নে মকলেছার রহমান ও আলাউদ্দিন মাঝি।
বহিষ্কৃত এসব প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী নির্বাচনী প্রচারে অংশ নিলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।