উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ‘রোয়ানু’

ক্রমে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। ঘূর্ণিঝড়টি গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ কিলোমিটার এগিয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস ।
এ সময় কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে কক্সবাজার উপকূলে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সাগর ও উপকূলীয় এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে।
আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল থেকে হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিল, যা ক্রমে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবিলায় কক্সবাজার জেলা প্রশাসন জরুরি বৈঠক করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব ধরনের সরকারি ছুটি বাতিল করা হয়েছে।
এ ছাড়া উপকূলের মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সব ধরনের প্রস্তুতি হাতে নিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। সে সঙ্গে উপকূলবাসীকেও প্রস্তুত হতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলার ৫১৬টি আশ্রয়কেন্দ্র ছাড়াও বিভিন্ন উপকূলের স্কুল-কলেজসহ বিভিন্ন উঁচু ভবন প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে আশ্রয় নেওয়া মানুষের জন্য ১৬৫ টন খাদ্যদ্রব্য মজুদ রাখা হয়েছে।
বৈঠকে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে নিতে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সে সঙ্গে আশ্রয়কেন্দ্রে চিকিৎসা, খাদ্য, পরিষ্কার খাবার পানিসহ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। রেড ক্রিসেন্টসহ প্রায় সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বৈঠকে জেলা প্রশাসক ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।