আমে রাসায়নিক ব্যবহার নিরুৎসাহিত করতে মেহেরপুরে কর্মশালা

আমে রাসায়নিক ব্যবহার নিরুৎসাহিতকরণের লক্ষ্যে শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
মেহেরপুরে আমে রাসায়নিক ব্যবহার নিরুৎসাহিতকরণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আতিউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার আমচাষিরা অংশ নেন।