ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় ভোট শুরু
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ১০টি কেন্দ্রে ভোট চলবে।
এরই মধ্যে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, একাধিক প্রার্থী না থাকায় সংরক্ষিত ৩ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. আলমগীর, আওয়ামী লীগ মনোনীত পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত রহমত উল্লাহ পাটোয়ারী।
এই পৌরসভায় ৩১ হাজার ৪০৯ জন ভোটার রয়েছেন।