নওগাঁয় নৌকার ক্যাম্পে আগুন, হামলায় আহত ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/26/photo-1464277883.jpg)
নওগাঁর রানীনগর উপজেলার খট্টেশ্বর রানীনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান পিন্টুর লোহাচুড়া হাটখোলার নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা এই অভিযোগ করেছে।
এই ঘটনায় রানীনগর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ খান।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের জিগাতলা গ্রামে আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হকের পক্ষে তাঁর শ্বশুর আশরাফুল ইসলাম ও সঙ্গীরা নির্বাচনী প্রচার চালানোর সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করে।
এতে আশরাফুল ইসলাম (৫০), সেকেন্দার আলী (৪৫) ও আখতার হোসেন (৪৫) নামের তিনজন আহত হন। তাঁদের মধ্যে আশরাফুল ইসলাম ও সেকেন্দোর আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ওসি সাবের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তিনি বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।