কুমিল্লায় হামলায় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/28/photo-1464437820.jpg)
কুমিল্লার তিতাস উপজেলায় বলরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
মৃত্যুর আগ পর্যন্ত কামাল উদ্দিন বলরামপুর ইউপির চেয়ারম্যান ছিলেন।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, কামাল উদ্দিন আজ বিকেল সাড়ে ৩টার দিকে বলরামপুর ইউনিয়নের নাগেরচর কেন্দ্রে আসার সময় বিএনপি মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ ভূঁইয়ার সমর্থকরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় কামাল উদ্দিন টেটাবিদ্ধ হন। তাঁকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে আজ সকাল ১০টার দিকে বলরামপুর ইউনিয়নের গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা ৪০০ ব্যালট পেপার ছিনতাই করে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকায়।
এদিকে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের সরস্বতী চর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়।
এ ছাড়া তিতাসের তলাকান্দি, নাছিমপুর ও বুড়িচংয়ের ভারেল্লা ইউনিয়নের ভবেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।