নওগাঁয় ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/28/photo-1464438365.jpg)
নওগাঁর রাণীনগর উপজেলায় খট্টেস্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় কেন্দ্রদখল, ককটেল হামলা ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে।
এ সময় স্থানীয় রিটার্নিং অফিসার ওই ইউনিয়নের আল-আমিন দাখিল মাদ্রাসা, লোহাচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এ নিয়ে উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, দুপুর দেড়টার দিকে আল-আমিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান পিন্টুর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর আলম, কনস্টেবল আব্দুল করিম, মো. রুহুলসহ পাঁচজন আহত হয়।
এর আগে লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে তিনজন ও সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই ঘটনায় আরো দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন পুলিশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটক তিনজনের নাম প্রকাশ করা হয়নি। এ ছাড়া এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে ওসি জানিয়েছেন।
এদিকে নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ব্যাহত হওয়ায় ওই তিন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।