উত্তরে বিএনপির মিন্টু, দক্ষিণে পিন্টুর মনোনয়নপত্র বাতিল
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে মনোনয়ন প্রার্থী আবদুল আউয়াল মিন্টু এবং দক্ষিণের মনোনয়ন প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থাপিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মিন্টু এবং গুলিস্তানের মহানগর মঞ্চে স্থাপিত দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পিন্টুর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।
উত্তরে আনিসুল হক, জোনায়েদ সাকি, তাবিথ আউয়াল, ববি হাজ্জাজ, আবদুল্লাহ কাফি, মাহী বি. চৌধুরী, বাহাউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে মেয়র পদে ২১ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু এবং নির্দলীয় নাঈম হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে তাঁর সমর্থনকারী ঢাকা সিটি করপোরেশন এলাকার ভোটার নয় বলে জানানো হয়েছে। অন্যদিকে, নাসির উদ্দিন পিন্টু বিডিআর বিদ্রোহের অভিযোগে দণ্ডপ্রাপ্ত বলে রিটার্নিং কর্মকর্তা জানান। কাউন্সিলর পদেও বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া দক্ষিণে সাঈদ খোকন, আবদুস সালাম, মির্জা আব্বাস, আসাদুজ্জামান রিপনসহ ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ সকাল ১০টায় দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।
গত ২৯ মার্চ মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়। আজ যাচাই-বাছাই শেষে বাতিল ও বৈধ মনোনয়নের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।