মেহেরপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‘সত্য লেখনি, শত্রুতা নয়’ এই স্লোগানে মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
মেহেরপুর প্রেসক্লাবের ব্যানারে সাংবাদিকরা আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।
সাংবাদিক ইয়াদুল মোমিনের সঞ্চলনায় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন আরণ্যের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা কামারুজ্জামান খান, সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক জিএফ মানুন লাকি, জুলফিকার আলী কানন, আমিরুল ইসলাম অল্ডাম, তৌহিদোলা রেজা প্রমুখ।
মানববন্ধন থেকে মামলা প্রত্যাহারের জন্য সাতদিন সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে আগামী বৃহস্পতিবার কলম বিরতি পালন করে পরের দিন থেকে সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের সব সংবাদ বর্জনের হুমকি দেওয়া হয়।
এ সময় বক্তারা সাংবাদিক পোলেনসহ সারা দেশের সাংবাদিকদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট ও জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য দেন।
মানববন্ধন শেষে সাংবাদিদের একটি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়। একই স্মারকলিপির অনুলিপি তারা পুলিশ সুপারের হাতেও জমা দেন।
গত ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘কৃষক সেজে গুদামে গম দিচ্ছেন ক্ষমতাসীনরা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। ওই খবরের পরিপ্রেক্ষিতে ২২ মে মেহেরপুর প্রতিনিধির বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ বাবলু বিশ্বাস।