মেহেরপুরে বিএনপির ৫ কর্মী-সমর্থক আটক
২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কায় মেহেরপুরে বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত রাতে বিভিন্ন স্থানে অভিযানে বের হয় পুলিশের বেশ কয়েকটি দল। এ সময় নাশকতা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কায় গাংনী থানার পুলিশ দুজন, মুজিবনগর থানার পুলিশ দুজন ও সদর থানার পুলিশ একজনকে আটক করে। কার্যবিধির ১৫১ ধারায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।