হবিগঞ্জে আ.লীগ ১৬, স্বতন্ত্র ৮
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হবিগঞ্জে চারটি উপজেলার ২৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফল অনুযায়ী চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১৬টি, বিএনপি দুটি, স্বতন্ত্র আটটি ও জাতীয় পার্টি একটি ইউপিতে জয়ী হয়েছে।
আজ শনিবার সারা দেশে ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সদর উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন—লুকড়া ইউনিয়নে আওয়ামী লীগের ফরহাদ আহমেদ আব্বাস, আদর্শ রিচি ইউনিয়নে বিএনপির মিয়া মোহাম্মদ ইলিয়াছ, তেঘরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. আনু মিয়া, পইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মইনুল হক আরিফ, গোপায়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আক্তার হোসেন, রাজিউড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এনামুল হক ওরফে শেখ কামাল, শায়েস্তাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মো. বুলবুল খান, নিজামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. তাজ উদ্দিন, লস্করপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মাহবুবুর রহমান হিরো।
বাহুবল উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন—স্নানঘাট ইউনিয়নে আওয়ামী লীগের ফেরদৌস আলম, পুটিজুরী ইউনিয়নে আওয়ামী লীগের মো. সামছুদ্দিন, সাতকাপন ইউনিয়নে জাতীয় পার্টির শাহ মো. আবদাল মিয়া, বাহুবল সদর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আজমল হোসেন চৌধুরী, লামাতাশী ইউনিয়নে আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান টেনু, মিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. সাইফুদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের মো. কামরুজ্জামান।
চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন—গাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. হুমায়ূন কবির খান, আহমদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবুল হাসনাত চৌধুরী সনজু, দেওরগাছ ইউনিয়নে আওয়ামী লীগের মোছা. শামছুন্নাহার, পাইকপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. শামছুজ্জামান শামীম, শানখলা ইউনিয়নে আওয়ামী লীগের মো. ফজলুর রহমান তরফদার, চুনারুঘাট সদর ইউনিয়নে বিএনপির সৈয়দ লিয়াকত হাসান, উবাহাটা ইউনিয়নে আওয়ামী লীগের মো. রজব আলী, সাটিয়াজুরি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আব্দুর রশীদ, রানীগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূরুল মোমীন চৌধুরী, মিরাশী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজ উদ্দিন।
বানিয়াচং উপজেলার একটি মাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ রেখাছ মিয়া।