লাশ নয়, পোড়া কয়লা!

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ। বিভাগের প্রবেশমুখে পরপর সাতটি লাশ। লাশ বললে অত্যুক্তি হবে, কয়লা বলাই শ্রেয়। কিছুক্ষণ পরেই বেশ কয়েকজন লোকের সমাগম। হাসপাতালের জরুরি বিভাগ, বার্ন ইউনিট খুঁজে খুঁজে শেষে মর্গে এসেছেন প্রিয় স্বজনের খোঁজে।
লাশের দায়িত্বে থাকা ব্যক্তিটি ব্যাগে পুরে রাখা লাশের মুখ থেকে ঢাকনা সরাচ্ছেন আর স্বজনদের একেকজন ভয়ে ভয়ে উঁকি দিচ্ছেন সেই দিকে। এর মধ্যে হঠাৎই একজন ‘আব্বা আব্বা’ বলে চিৎকার করে ওঠেন। মুহূর্তেই স্বজন হারানো সন্তানের চিৎকারে ভারী হয়ে ওঠে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রবেশমুখ। চিৎকার করতে করতে বলতে থাকেন ‘আমার আব্বা কই, আমার আব্বাকে দেখতে দেন।’ টেনেহিঁচড়েও সেখান থেকে সরানো যাচ্ছিল না পুড়ে অঙ্গার হওয়া ব্যক্তিটির প্রিয় এ সন্তানটিকে।
এরই মধ্যে আবারও আর্তচিৎকার। পুড়ে কয়লা হয়ে যাওয়া আরো একজনকে খুঁজে পেয়েছেন তাঁর স্বজন। পুড়ে যাওয়া কালো কাঠের মতো দেহটিকে দেখে নিজেকে ধরে রাখতে পারছিলেন না তিনি। অন্য কোনো শব্দই বের হচ্ছিল না তাঁর মুখ দিয়ে। বারবার উচ্চারণ করছিলেন, ‘আল্লাহ, ও আল্লাহ’।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মাঝ রাতে চলন্ত গাড়িতে ঘুমিয়ে থাকা এ যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই পুড়ে কয়লা হয়ে যান সাতজন। এ ঘটনায় গুরুতর আহত হন ১৬ জন। গুরুতর দগ্ধ অবস্থায় সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।