লাঙ্গলবন্দের তীর্থস্থান অবৈধ দখলদারমুক্ত করার ঘোষণা
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দের ভূমি উদ্ধারে অবৈধ দখলদারদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে লাঙ্গলবন্দে স্নান উদযাপন কমিটি আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গত ২৭ মার্চ পুণ্যস্নান করতে এসে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানিতে মর্মাহত জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন ধর্মমন্ত্রী।
এ ছাড়া নিজের বক্তব্যে সংসদ সদস্য নাসিম ওসমান নিজ তহবিল থেকে প্রতি নিহতের পরিবারকে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। তিনি অবৈধ দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে আহ্বান জানান। নাসিম ওসমান বলেন, ‘আমরা জানি আজকে থেকে ৪০০ বছর আগে সাতজন জমিদার প্রায় ৪৮ একর জমি এখানে বরাদ্দ দিয়েছিলেন তীর্থভূমির জন্য। অত্যন্ত দুঃখজনক হলেও অনেকেই যে যেভাবে পেরেছেন জমি দখল করেছেন। এবং নদীর আশপাশ দিয়ে টঙঘর তুলে রাস্তার প্রশস্ততা কমিয়ে দিয়েছেন। আমরা চেষ্টা করব। যাঁরা আজকে এই অবৈধ ব্যবসা করে জীবন-যাপন করছেন, তাঁদেরও যেন একটা ব্যবস্থা করতে পারি। তাঁদের কাছে আমার অনুরোধ থাকছে, স্বেচ্ছায় রাস্তার পাশ থেকে সরে যাবেন। আমি আজকে এই ঘোষণা দেব। আমরা খুব তাড়াতাড়ি বসব, এই এলাকার নকশাটা আমরা ওঠাব। এবং যদি কেউ স্বেচ্ছায় সরে না যান আমরা কঠোর থেকে কঠোরতর হব।’
লাঙ্গলবন্দ পুণ্যস্নান উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়াসহ অন্য নেতারা।
এর আগে ২৭ মার্চ পদদলিত হয়ে নিহত ঘটনার পরপরই সৎকারের জন্য প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা দিয়েছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান।