ধর্মমন্ত্রী বললেন
হজকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না
হজকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ধর্মমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘বঞ্চিত হাজি—এটা কোনো শব্দ নয়। সে জন্য এখন তাঁদের অকারণে হুমকি দিয়ে, আশ্বাস দিয়ে আমার বিরুদ্ধে কিছু করাতে পারবে না।’
ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত বলে কেউ হজে বিশৃঙ্খলা করতে চাইলে তাঁদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান ধর্মমন্ত্রী।