নাটোরে খ্রিস্টান দোকানি খুনের ঘটনায় মামলা
নাটোরে দুর্বৃত্তদের হামলায় নিহত মুদি দোকানি সুনীল গোমেজের মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রোববার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের একমাত্র মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। পরে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সুনীল গোমেজ হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়ির ভাড়াটিয়া সবুজ আলীকে ডিবি পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে আজ সোমবার বিকেল ৪টায় বনপাড়া চার্চে প্রার্থনা শেষে সুনীল গোমেজকে স্থানীয় খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছে পরিবার।
বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টানপল্লীতে গতকাল দুপুর ১২টার দিকে মুদি দোকানি সুনীল গোমেজকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের সংবাদ সংস্থা আমাক এই খবর প্রচার করছে। এ ছাড়া জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।