খ্রিস্টান দোকানি হত্যা : গ্রেপ্তার সবুজ রিমান্ডে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান দোকানি সুনীল গোমেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার সবুজ আলীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আল আমিন রিমান্ডের আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার সবুজকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আবদুল হাই। আজ শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টানপল্লীতে গত রোববার দুপুর ১২টার দিকে মুদি দোকানি সুনীল গোমেজকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের সংবাদ সংস্থা আমাক এ খবর প্রচার করছে। এ ছাড়া জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নিজেদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের একমাত্র মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সুনীল গোমেজ হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়ির ভাড়াটিয়া সবুজ আলীকে ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।