গাজীপুর শহরে টর্নেডো, নিহত ১
গাজীপুর শহরে আজ বৃহস্পতিবার বিকেলে টর্নেডো আঘাত হেনেছে। এতে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে একজন মারা গেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিকেলে গাজীপুরের বাসন সড়কের মালেকের বাড়ী এলাকায় শিলাবৃষ্টির সাথে টর্নেডো শুরু হয়। এর আঘাতে ওই এলাকার ইন্টারলিংক পোশাক কারখানা, যমুনা ওয়েলডিং কারখানা, রশিদ এন্টারপ্রাইজ ও বেশকিছু দোকানপাটসহ প্রায় দুই কিলোমিটার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঝড়ের সময় বাসন সড়ক এলাকায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের ছাদ থেকে একজন নিচে পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
টর্নেডোর কারণে জয়দেবপুরের ওই এলাকার কয়েকটি দেয়াল ধসে পড়েছে। ফেটে গেছে কয়েকটি ভবনের দেয়াল। উড়ে গেছে ঘরের চালা। ভেঙে পড়েছে বড় বড় গাছ ও বৈদ্যুতিক তারের খুঁটি।