মেহেরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ রুহুল আমিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গাঁজা পরিবহনে ব্যবহার করা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনও জব্দ করা হয়েছে।
আজ বুধবার সকাল ৬টার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) বজলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বজলুর রহমান জানান, রুহুল আমিন গাঁজাবাহী নছিমনসহ কালিগাংনী গ্রামের মোড়ে পাচারের জন্য অপেক্ষা করছিল। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় নছিমনটিতে তল্লাশি চালিয়ে তিনটি কাপড়ের পুঁটলির মধ্যে থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।