মানিকগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে নিহত ১
মানিকগঞ্জের শিবালয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত লালচান (৪৫) আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি হরিরামপুর উপজেলার মহিষাখোলা গ্রামের জামাল কাজীর ছেলে।
লালচানের শ্যালক বাবুল হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে লালচান পাশের শিবালয় উপজেলার জামসার চর গ্রামের জমিতে ধান লাগাতে যান। এ সময় ওই গ্রামের মোহন মিয়া (৬০) জমিটিকে নিজের দাবি করে সেখানে পাট চাষ করতে চান। এতে বাধা দিলে মোহনের ছেলে জমির, জহির, সুমনসহ ১৪ থেকে ১৫ জন লালচানকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন এগিয়ে এলে তাঁদের হামলায় লালচানের মা ও ভাইও আহত হন। পরে তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। লালচানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে লালচান মারা যান।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার রাতেই লালচানের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।