খালেদা জিয়ার ফাঁসির দাবিতে নৌমন্ত্রীর পদযাত্রা রোববার
সন্ত্রাস ও জঙ্গিবাদের দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ঘোষণা করা গণপদযাত্রা রোববার। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্ত্রী।
মন্ত্রী এ পরিষদের আহ্বায়ক। এর আগে গত ১৫ মার্চ রোববার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে সমন্বয় পরিষদের সমাবেশে ৫ এপ্রিলের এ কর্মসূচি ঘোষণা করেছিলেন নৌমন্ত্রী।
আজ সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, রোববার বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউ থেকে পদযাত্রা শুরু হবে। এরপর শিখা চিরন্তনে জনতার শপথ শেষে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
শাজাহান খান বলেন, সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই শ্রমিক-কর্মচারী-পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষকে এক হতে হবে।
গত ১৫ মার্চের সমাবেশে খালেদা জিয়াকে আগুন-সন্ত্রাসী আখ্যা দিয়ে তাঁর ফাঁসির দাবিতে গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন শাজাহান খান। সমাবেশে লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে গণপদযাত্রাকে সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ওই দিন সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার ফাঁসি চাওয়াটাই এখন একমাত্র কর্মসূচি হতে পারে। অবশ্যই বাংলার মাটিতে আগুন-সন্ত্রাসী খালেদা জিয়ার ফাঁসি কার্যকর হবে।’