মেহেরপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং ও আর্নিং ডেভেলপমেন্টের আওতায় মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ এ কর্মলাশালার উদ্বোধন করেন। আইসিটি বিভাগের প্রশিক্ষক জয় সরকার এ প্রশিক্ষণ পরিচালনা করেন। সুশীলন এতে সহযোগিতা করে।
এ সময় এনডিসি মোহাম্মদ নুর এ আলম, সুশীলনের সহকারী পরিচালক সচ্চিদানন্দ বিশ্বাস, গবেষণা কর্মকর্তা সুব্রত সাহা প্রমুখ।
কর্মশালায় মেহেরপুর জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মেহেরপুরে আজ বুধবার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি