মিতু হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে রাজবাড়ী জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে এই গুপ্তহত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে জেলা জাসদের সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ নিজাম মন্টু, আওয়ামী লীগ নেতা নওয়াব আলী, অশোক বাগচী, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি জহুরুল হক, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন, আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান, আমীর আলী মোল্লা, আব্দুর রহিম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।