নারায়ণগঞ্জে তীব্র যানজটে রাস্তায় সমাবেশ, সাংসদের ক্ষোভ
নারায়ণগঞ্জে তীব্র যানজটের মধ্যেও রাস্তা বন্ধ করে জাতীয় পার্টির অঙ্গসংগঠন যুব সংহতি প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করেছে। এতে প্রধান অতিথি জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান আয়োজকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেলিম ওসমানের নির্দেশে দ্রুত সমাবেশ শেষ করেন সংগঠনের নেতারা।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর চাষাঢ়া বালুর মাঠ সড়কে জেলা যুব সংহতি ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের আয়োজন করে। সেলিম ওসমান মঞ্চে উঠেই বলেন, ‘নগরীতে গ্যাস লাইনের কাজ চলায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। এর ওপর রাস্তা দখল করে সমাবেশ হতে পারে না। এই সমাবেশ এখনই শেষ করে রাস্তা ছেড়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতি করে। জ্বালাও পোড়াও রাস্তা দখলে বিশ্বাসী না।’
জেলা যুব সংহতির আহ্বায়ক রাজা হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, মহাসচিব আবদুল মজিদ, আমিনুল হক, সানাউল্লাহ সানু, আকরাম আলী শাহীনসহ জাপার নেতারা।